প্রকাশিত: Fri, Nov 10, 2023 9:45 PM
আপডেট: Sat, Dec 6, 2025 12:46 PM

[১] শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করল আইসিসি

ইকবাল খান: [২] ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কার ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।আইসিসি-ক্রিকেটডটকম

[৩] আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, আইসিসি বোর্ড শুক্রবার বৈঠকে বসে ঠিক করেছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট একটি সদস্য হিসেবে তার প্রতিশ্রুতির গুরুতর লঙ্ঘন করছে। বিশেষ করে, স্বায়ত্তশাসিতভাবে তার বিষয়গুলো পরিচালনা করার প্রয়োজনীয়তা, শাসন এবং প্রশাসনে কোনও সরকারি হস্তক্ষেপ নেই তা নিশ্চিত করতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট।

[৪] আইসিসি এ কারণে সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং বোর্ড সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে যথাসময়ে বিস্তারিত জানাবে।